নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা দুর্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার রাজদিয়া অভয় পাইলট প্রাঙ্গন থেকে উপজেলার ১শত ২৫টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি আটা, ১ কেজি তেল, ১ কেজি লবন। এসময় উপস্থিত ছিলেন রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত ঘোষ, সহকারী শিক্ষক নিখল রঞ্জন, ম্যানেজিং কমিটির সদস্য সেলিম মোল্লা প্রমুখ।
সিরাজদিখানে এসএসসি দ্বাদশ ব্যাচের খাদ্যসামগ্রী বিতরণ
আগের পোস্ট