নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এলএসপি কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিনা ইসলাম রুপা ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. রাকিব হোসেন। গতকাল বুধবার বিকাল ৩টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় মালখানগরে এই কমিটি গঠন করা হয়। মুন্সীগঞ্জ জেলা এলএসপি কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী। এসময় এলএসপি সেলিনা ইসলাম রূপাকে সভাপতি ও এলএসপি মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট সিরাজদিখান উপজেলা এলএসপি কল্যাণ পরিষদের কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা ভিএসএফ শবনম সুলতানা, লাইফ স্টক অফিসার জান্নাত নাহার, বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনেশিয়ান কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলার এলএসপি ও কর্মকর্তাবৃন্দ।
সিরাজদিখানে এলএসপি কল্যাণ পরিষদের কমিটি গঠন
আগের পোস্ট