নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর হাই স্কুলের ১৯৯১ এসএসসি ব্যাচের ঈদ উপলক্ষে পুনর্মিলনী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার মালখানগর হাই স্কুলের আঙ্গিনায় বেলা ১১টায় অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা ও রাত ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সভায় ৯১ ব্যাচের ইয়াছিন সুমন ও মো. শাহিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। এসময় আরো অতিথি ছিলেন মালখানগর ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর খান, প্রাক্তন শিক্ষক আবুল কাশেম, হুমায়ুন খান, অজিত দত্ত, শিক্ষক রবীন্দ্র ভাওয়াল, মনির হোসেনসহ আরো শিক্ষকবৃন্দ। এছাড়া পুনর্মিলনী আয়োজনের আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতায় ছিলেন ৯১ ব্যাচের মহিউদ্দিন আহম্মেদ, মনির সিকদার, দেলোয়ার হোসেন, খোরশেদ আলম, আলী আজগর রিপন, আনজুম দেওয়ান, মিজানুর রহমান, সানজিদা ইসলাম মিনু, আঃ কাইয়ুম, স্বপন খান প্রমুখ।
সিরাজদিখানে ঈদ উপলক্ষে ১৯৯১ ব্যাচের পুনর্মিলনী নানা আয়োজনে অনুষ্ঠিত
আগের পোস্ট