নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল করিম শেখকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে শত শত মানুষ একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন। এসময় মধ্যপাড়া ইউপি সাবেক সদস্য আব্দুর রহমান, সাবেক সদস্য চাঁন মিয়া, সাবেক সদস্য মমিন সরদার, সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ, বর্তমান ৯নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন, আব্দুল হাই সরদার, মুহাম্মদ একরাম হোসেন, কে এম মাহাবুব কাল, আজিজুল খান, মফিজ শেখ, রুহুল আমিন, শিপলু শেখ, সায়েম মাদবর, দেলোয়ার হোসেন, খলিল শেখ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, হাজী ওসমান দেওয়ান, আবু বক্কর দেওয়ান, হীরু, লালচাঁন ছৈয়াল, শাফায়েত উল্লাহ বেপারীসহ মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ ইউপি চেয়ারম্যান আব্দুল করিমের দুর্নীতিতে মধ্যপাড়া ইউনিয়নবাসী অতিষ্ঠ। সে রাতের আঁধারে সীল মেরে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় নানা অনিয়ম ও দুর্নীতি করেছে। সে গ্রাম্য সালিশে টাকার বিনিময়ে বিচারের রায় দেয়। এলাকাবাসী এসব থেকে বাঁচতে তার অপসারণ দাবি করেছে। আমরা এই ইউপি চেয়ারম্যানের পদত্যাগ দাবী করছি।
এ বিষয়ে জানতে মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল করিম এলাকায় না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।