সভাপতি দুদু, সম্পাদক সাঈদ
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে জৈনসার ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুকে সভাপতি এবং রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলা অডিটোরিয়ামের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপস্থিতিতে এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভার সভাপতিত্ব করেন কেয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী। পরিচালনা করেন লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক। লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হকের প্রস্তাবনায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সর্বসম্মতিক্রমে জৈনসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদুকে সভাপতি এবং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টুর প্রস্তাবনায় রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদকে সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনীত করা হয়।
সিরাজদিখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম গঠিত
আগের পোস্ট