নিজস্ব প্রতিবেদক
“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” -এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলায় পিএফজির কো-অর্ডিনেটর রত্না হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেয়াইন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মোল্লা, এম্বাসেডর মের ডী ক্রুশ, পিএফজির সদস্য মোঃ শাহআলম, গিয়াস উদ্দিন মোল্লা, হামিদুল ইসলাম লিংকন, জয়হরী মল্লিক, রুমা মন্ডল, হরিদাস চক্রবর্তী, আক্তার হোসেন, আরাফাত ও শাওন মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ০২ অক্টোবরকে বিশ্বে শান্তি, সহিষ্ণুতা, সহানুভূতিশীলতা এবং অহিংসার সংস্কৃতি সুরক্ষিত করতে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপিত হয়ে আসছে।
দি হাঙ্গার প্রজেক্ট ২০১৭ সাল থেকে পিস ফ্যাসিলিটিটেটর গ্রুপ (পিএফজি), সুজন ও ইয়ুথ এন্ডিং হাজারসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে মানববন্ধন ও শান্তি পদযাত্রাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারাদেশে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় “সংঘাত নয়, ঐকোর বাংলাদেশ গড়ি” – এ শ্লোগানকে সামনে রেখে Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS) প্রকল্পের কর্ম এলাকায় এ বছরও দিবসটি উদযাপিত হয়েছে।