নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায়, সর্বত্র আমরা” – এ শ্লোগানে আনসার ও ভিডিপি সমাবেশ-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গতকাল বুধবার দুপুরে উপজেলার সন্তোষপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভা ও উপহার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ শাহআলম। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মরিয়ম আক্তারের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, থানা ওসি মো. মিজানুল হক, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাবুল প্রমুখ। এসময় আনসার ও ভিডিপির ২ জন সদস্যকে একটি করে বাইসাইকেল, একজন সদস্যকে সেলাই মেশিন, ১০ জনকে একটি করে ছাতা ও সদস্যদের মাঝে ২২০টি গাছের চারা বিতরণ এবং নগদ অর্থ (সম্মানী) দেওয়া হয়।
সিরাজদিখানে আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত
আগের পোস্ট