নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কমিটির ৪২ সদস্যের মধ্যে ২১ সদস্য নিয়ে সভা অনুষ্ঠিত হয়। নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অনেক সদস্য জানেন না তারা সদস্য। কিছু সদস্য বলেন, কবে সভা হয় তা তাদেন জানানো হয় না।
রশুনিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রূপা বেগম বলেন, গতবার আমি আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছিলাম। এবার নির্বাচিত হওয়ার পরে এখনো পর্যন্ত জানতে পারিনি আমি সদস্য কি না।
মধুসূদন দাস দুলু বলেন, আমি দীর্ঘদিন যাবত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ছিলাম। গত ২ বছর যাবত আমাকে কোন ফোন বা চিঠি ইস্যু করা হয় না। আমি সদস্য আছি কি না তাও জানি না।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, থানা অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, ক্যাব সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হলে সভায় অধিকাংশ বিষয় বাস্তবায়ন হয়নি বলে অবহিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এ বিষয়ে সকলকে সতর্ক করে বলেন, আগামী মিটিংয়ে যাতে সকল কার্যক্রম ও সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। তাছাড়া যারা সদস্য তাদেরকে আমি চিঠি ইস্যু করেছিলাম। বাস্তবায়নে কোন সমস্যা থাকলে আগামী সভার আগে দেখবো।
সিরাজদিখানে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আগের পোস্ট