নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) এর আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ উজ্জ্বল হোসেন মুরাদ স্বাক্ষরিত এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মোহাম্মদ ফারুক হোসেন ভুইয়াকে আহ্বায়ক, এড. সোহানুর রহমান সোহান, তপন রাজবংশী ও আমির হোসেন ঢালীকে যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদকে সদস্য সচিব ও সাংবাদিক মোহাম্মদ রোমান হাওলাদার এবং জাহাঙ্গীর আলম চমকসহ ২১ জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।