নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে দরিদ্র অসহায় ও বন্যার্তদের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বন্যার্তদের ট্রলারযোগে প্রায় ৩শ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়। বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মোঃ মোস্তফা, আলহাজ্ব নিজামউদ্দিন, সভাপতি এ এনএম হুমায়ুন কবির সাগর, সাধারন সম্পাদক মোঃ সুখন চৌধুরী, গণ্যমান্য ব্যক্তিত্ব ভাস্কর আবেদীন, আলমগীর হোসেন এর সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মিরাজ চাকলাদার, কাওসার তালুকদার, মোরশেদ আলম, মনির হাওলাদার, মোরশেদ দেওয়ান, নাঈমসহ আরো অনেকে।
সিরাজদিখানে অসহায়দের মাঝে গরুর মাংস বিতরণ
আগের পোস্ট