নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শারীরিক প্রতিবন্ধী অন্ধদের মাঝে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার তালতলা বাজার ব্লাইন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয় থেকে এসব বিতরণ করা হয়। জেলার ৪৫ জন অন্ধদের মাঝে চাউল, ডাল, তেল, সেমাই ও চিনি বিতরণ করেন ব্লাইন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। ঈদের আগে এসব দেওয়ার কথা থাকলেও বেশিরভাগ অন্ধ ভিক্ষা করার কারণে এসব নিতে আসেননি। তাই ঈদের ৫ দিন পর তাদের হাতে খাদ্যসামগ্রী ও কাপড় তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ডা. আবু তাহের, সমাজসেবক সুবীর চক্রবর্তী, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, উপজেলা জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
সিরাজদিখানে অন্ধদের মাঝে খাদ্যসামগ্রী ও কাপড় বিতরণ
আগের পোস্ট