নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের ৩ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে শাহআলম (৬৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুল গ্রামের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত ২ এপ্রিল ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজ হন চালক শাহআলম। সে নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে।
সিরাজদিখান উপজেলার শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম জানান, সকালে খারশুল গ্রামের রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশা চালক শাহআলম গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিল। এতে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়।
সিরাজদিখানে অটোরিকশা চালকের লাশ উদ্ধার
আগের পোস্ট