নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে ঔষধের মার্কেটে গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের একটি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ২টি দোকান অজয় মেডিসিন ও মোল্লা ফার্মেসী সম্পূর্ণ ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্ত হয় দুইপাশের আরো ২টি দোকান খান ফার্মেসী ও বিক্রমপুর মেডিসিন কর্নার। সবমিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মোল্লা ফার্মেসীর স্বত্ত্বাধিকারী মো. সোহরাব মোল্লা জানান, তিনি দুপুর ১টার দিকে দোকান তালা দিয়ে নামাজ ও দুপুরের খাবার খেতে যান। ২টার পর খবর পান দোকানে আগুন লেগেছে। এতে তার নগদ ৫ হাজার টাকাসহ ৭ লাখ টাকার ঔষধ পুড়ে নষ্ট হয়েছে।
অজয় মেডিসিনের মালিক অজয় পাল জানান, তিনি দুপুর দেড়টায় দোকান বন্ধ করে বাসায় যান। ৪০ মিনিট পর খবর পান দোকানে আগুন লেগেছে। তার নগদ ১৫ হাজার টাকা পুড়ে যায়। সব মিলিয়ে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সিরাজদিখান স্টেশন লিডার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দুপুর আড়াইটায় পৌঁছে যাই। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।
সিরাজদিখানে অগ্নিকান্ডে ৪টি ঔষধের দোকান ভস্মিভূত, ৩০ লাখ টাকার ক্ষতি
আগের পোস্ট