নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের শান্ত মার্কেটে ভয়াবহ আগুনে দুইটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার ভোররাত ২টায় এ আগুন লাগার ঘটনা ঘটে। এলাকাবাসী প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আথবা কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মার্কেটের মৃত আনচু হাওলাদারের ছেলে নিলু হাওলাদারের মুুুদি দোকান থেকে এই আগুনের সূত্রপাত ঘটে পরে তা ছড়িয়ে পড়ে মৃত ওহাব আলীর ছেলে নাছির উদ্দিনের চায়ের দোকানে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাজারে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়েছে তারা খবুই অসহায়। তারা ঋণ করে তাদের ব্যবসা চালায়। আগুন লাগায় তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার জানান, আমি ঘটনাটি জানতে পেরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ডেকে এনে একটি দরখাস্ত নিয়েছি এবং শীঘ্রই তাদের জন্য সহায়তার ব্যবস্থা করা হবে।
সিরাজদিখানে অগ্নিকান্ডে দুইটি দোকান ভস্মীভূত
আগের পোস্ট