নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নিমতলায় এ আর প্লাজার শুভ উদ্বোধন হয়েছে। এ আর প্লাজা উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেনের শ্রদ্ধেয় পিতা হাজী মোঃ আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন আহম্মেদ, চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়ক ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী, অত্র কেয়াইন ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মোঃ আশ্রাফ আলীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুন্সীগঞ্জ জেলার মধ্যে এটি একটি অন্যতম ও অত্যাধুনিক শপিং মার্কেট। উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে এই এ আর প্লাজায় শপিংয়ের জন্য আসার আহ্বান জানান। এ আর প্লাজার মালিক মোঃ ইসরাফিল হোসেন বলেন, গুণগত মান বজায় রেখে সকল প্রকার পণ্য সুলভ মূল্যে আমার এই মার্কেটে পাওয়া যাবে। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্ত হয়।
সিরাজদিখানের নিমতলায় এ আর প্লাজার শুভ উদ্বোধন
আগের পোস্ট