নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে বাস্কেটবল খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে এসটিএস ফাউন্ডেশনের অর্থায়নে বিদ্যালয় আঙ্গিনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসটিএস ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, ফার্মাসিস্ট (ইউএসএ)। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টাচিং সোলস ইন্টারন্যাশনাল (ইউএসএ) পরিচালক মেহেরাজ মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরী, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, দাতা সদস্য জমির আলী, বিদ্যালয় কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলায় এই প্রথম কোন মাধ্যমিক বিদ্যালয়ে বাস্কেটবল খেলার মাঠ উদ্বোধন করা হলো। তারা আরো বলেন, আগামীতে মুন্সীগঞ্জের স্কুল শিক্ষার্থীরা এই খেলায় বাংলাদেশে একটা অবস্থান তৈরি করবে।