নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদরের সিপাহীপাড়া চৌরাস্তায় ট্রাফিক আইন অমান্য করে সড়কের দু’পাশে অবৈধ ফুটপাত ও দখলের উচ্ছেদ অভিযান চালায় জেলা আইন-শৃঙ্খলা বাহিনী।
গতকাল বুধবার বিকেলে সিপাহীপাড়া এলাকায় সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনাকে স্বাগত জানায় স্থানীয় বাসিন্দারা। এর আগে ফুটপাত দখলের কারণে হাজারো সাধারণ মানুষের চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হতো।
সরেজমিনে দেখা যায়, রোডস এন্ড হাইওয়ের সড়কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে আইন অমান্য করে সড়কের দু’পাশে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও ফুটপাত দখল করে রেখেছে অর্ধেক রাস্তা। এসব কারণে ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। উচ্ছেদ অভিযানের ফলে যানজট নিরসনে পুলিশের কার্যক্রম অনেকটা সহজ হবে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, যানজট নিরসনে অবৈধ দখলদারদের সরিয়ে দিতে ব্যবস্থা নেয়া হবে।