নিজস্ব প্রতিবেদক : সাভারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল কাইয়ুম হত্যা মামলার এজাহারনামীয় আসামী আমির হোসেনকে (৪০) মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গতকাল বুধবার বিকেল ৩টার দিকে আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আমির হোসেন সাভার মডেল থানার বক্তারপুর বেদেরপাড়া এলাকার মৃত আহেদ আলী মাতবরের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ধাওয়া করে আন্দোলনকারীদের পিটিয়ে আহত করে এবং আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাথারি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আব্দুল কাইয়ুম (২৫) নিহত হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।