নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ তাসলিমা ইসলাম। করোনা পরিস্থিতির শুরু থেকেই সাধারণ মানুষের চিকিৎসায় নিরলসভাবে কাজ যাচ্ছেন এই স্বাস্থ্য কর্মকর্তা। সাধারণ মানুষের সেবা দিতে গিয়ে গত ১৩ মে নিজেই আক্রান্ত হয়েছিলেন মহামারী করোনায়। তবে গত ২৭ মে সুস্থ হওয়ার পর আবারো কাজে ফিরে অর্পিত দায়িত্ব পালনে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তার নিরলস পরিশ্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এসেছে সুশৃঙ্খলতা। জানা গেছে, পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে কোন অক্সিজেন সিলিন্ডার না থাকলেও টিএইচও তাসলিমা ইসলাম উদ্যোগ নিয়ে হাসপাতালটিতে অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করেন। এছাড়াও করোনা পরিস্থিতির শুরুতেই হাসপাতালের সকলকে নিজ উদ্যোগে পিপিই দেন এই স্বাস্থ্য কর্মকর্তা। করোনা আক্রান্তদের নিয়মিত খোঁজ নেওয়া, তাদের চিকিৎসায় সর্বদা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি।
উপজেলায় করোনা আক্রান্তের পর সুস্থ হওয়া একাধিক ব্যক্তি জানান, করোনা আক্রান্ত হওয়ার পর তাদের চিকিৎসা ও সুস্থ হওয়ার বিষয়ে নিরবচ্ছিন্নভাবে পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
এসব বিষয়ে ডাঃ তাসলিমা আক্তার জানান, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সদা প্রস্তুত রয়েছি আমি। চিকিৎসা একটি সেবামূলক পেশা। তাই আমি আমার সাধ্যমত চিকিৎসা প্রার্থীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। আমি যোগদানের পরই চেয়ছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছিলো। এখন পূর্বের তুলনায় হাসপাতাল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। চিকিৎসাপ্রার্থীরা যেন সঠিক ও নিরবচ্ছিন্ন চিকিৎসা পায় সে ব্যাপারে নজর রাখা হচ্ছে। করোনা পরিস্থিতির শুরু থেকেই আমরা জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সর্বদা প্রস্তুত রয়েছি। আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম তবে এখন সুস্থ আছি। যথাযথভাবে দায়িত্ব পালনে সকলের দোয়া চাই।