নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে বাজার এলাকায় সমিতির কার্যালয়ে বাজারের স্থানীয় দোকান মালিক ও দোকান ব্যবসায়ীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মেসার্স রাইয়ান ষ্টোরের স্বত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেনকে আহ্বায়ক ও মেসার্স জুয়েল ট্রেডিং এর স্বত্ত্বাধিকারী মোঃ মোজাফ্ফর হোসেনকে সদস্য সচিব করে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সাজ্জাদ হক, মোঃ খোরশেদ আলম, মদন চন্দ্র পোদ্দার, প্রফেসর কুমার ঘোষ, সাইফুল ইসলাম টিটু, সুমন চন্দ্র দাস, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বাবুল হোসেন, রমজান হোসেন টিটু, আবু বক্কর সিদ্দিক অরেঞ্জ, সামছুল ইসলাম, জিল্লুর রহমান খান, মইনুল ইসলাম মইন, দোলোয়ার হোসেন, টিটন সাহা, পঙ্কজ সাহা, মোঃ তাজুল ইসলাম লিটন, মোঃ জাহিদুল ইসলাম কালু, আলাউদ্দিন তালুকদার।
শ্রীনগর বাজার দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন
আগের পোস্ট