নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজার আহ্বায়ক কমিটির উদ্যোগে গতকাল শনিবার বেলা ১২টার দিকে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সাধারণ মানুষদের শরবত পান করানো হয়। শ্রীনগর সার্কেল অফিস সংলগ্ন রাস্তায়, ঊর্মি ফ্যাশন, হাসপাতাল মাঠ সংলগ্ন, শ্রীনগর প্লাজাসহ বিভিন্ন স্থানে বিনামূল্যে শরবত পান করানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাজার আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন, আবু বকর সিদ্দিক অরেঞ্জ, মোঃ দেলোয়ার হোসেন, শামসুল ইসলাম, সেন্টু ঘোষ, টিটন সাহা, জায়েদুল ইসলাম কালু, দেলোয়ার হোসেন বাবুল প্রমুখ।
আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন বলেন, গত বৃহস্পতিবার হতে এই কার্যক্রম চালু হয়। বাজার আহ্বায়ক কমিটির এই কার্যক্রম অব্যাহত থাকবে।