নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের চকবাজারে পুরাতন ঐতিহ্যবাহী পাকা ঘাটলা যেন ময়লা-আবর্জনার স্তূপের পাহাড়। শ্রীনগর চকবাজারের ত্রিমুখী খাল পাড়ের ঘাটের দুইপাশে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে পলিথিনসহ ময়লা-আবর্জনা। দিনের পর দিন স্তুপ হয়ে থাকা ময়লায় দুর্গন্ধ ছড়াচ্ছে। তাতে করে অনুপযোগী হয়ে পড়েছে ঐতিহ্যবাহী পাকা ঘাটলার সুফল। নোংরা পরিবেশে নষ্ট হচ্ছে সুন্দর পরিবেশ। শ্রীনগর উপজেলার প্রাণকেন্দ্র হল শ্রীনগর চকবাজার। প্রতিনিয়ত হাজার হাজার লোকের আনাগোনা। দূর-দূরান্ত থেকে নানা পেশার মানুষ আসা যাওয়া করে এই চকবাজারে। স্থানীয় এক কাপড় ব্যবসায়ী আমিনুল বলেন, সভ্যতার এই যুগে আমরা সভ্যতার পোশাক ঠিকই পরিধান করি কিন্তু ঘাটলার অবস্থা দেখলে মনে হয় না আমরা সভ্যতার যুগে আছি। দক্ষিণে সিজুয়ে কিন্ডারগার্টেন। ঘাটলার পাশ দিয়ে হেঁটে যায় কোমলমতি কচিকাঁচা ছাত্র-ছাত্রীরা। উত্তরে ও পূর্বে রয়েছে দুটি জামে মসজিদ। শুধু তাই নয়, পথচারীদের মুখে হরহামেশাই রুমাল ব্যবহার করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, শুধু ময়লা-আবর্জনা পলিথিন ফেলেই ক্ষান্ত হন না, রাতের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এখানে হালকা ও ভারি কাজ সারেন অনেকেই। বর্ষাকালে খালের পানি টইটুম্বুর হওয়ায় পানির সাথে ময়লা-আবর্জনা দূরে ভেসে যায়। কিন্তু শীতকালীন সময়ে খালে পানি না থাকায় ঘাটলার দুইপাশ ময়লার স্তুুপে পরিণত হয়। সে ময়লার দুর্গন্ধ বাতাসের সাথে চারপাশে ছড়িয়ে যাওয়ার কারণে আশপাশের বসবাসরত মানুষের স্বাস্থ্য ও পরিবেশ চরম ঝুঁকিতে।
শ্রীনগর বাজারের পাকা ঘাটলাগুলো ময়লা-আবর্জনার স্তূপের পাহাড়
আগের পোস্ট