নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর সদরে স্বনামধন্য বিদ্যাপীঠ শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজের বহুল প্রত্যাশিত স্কুল ও কলেজ শাখার ম্যানেজিং কমিটির নির্বাচনের শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সদস্য (কলেজ শাখার) নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় গোলাম হোসেন ও মোঃ কফিল উদ্দিন দুইজন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ অভিভাবক সদস্য পদে ফেরদৌস আহমেদ ১নং ব্যালটে ৫৩২ ভোট ও জিল্লুর রহমান ৪নং ব্যালটে ৬৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সংরক্ষিত মহিলা আসনে সোমা রানী দাস ২নং ব্যালটে ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজের নির্বাচনে প্রিজাইডিং অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
শ্রীনগর পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন বলেন, সুন্দর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে।