নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় কমিউনিটি সাপোর্ট টীম এর ভূমিকা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মসিউর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তার। মুন্সীগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ গোলাম মোস্তফা, সাংবাদিক আরিফ হোসেনসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউএসএআইডি এর আর্থিক সহযোগীতায় ও সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতায় এই এডভোকেসি সভা হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় কমিউনিটি সাপোর্ট টীম এর ভূমিকা শীর্ষক সভা
আগের পোস্ট