নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা মাসিক সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে সকাল সাড়ে ৯টায় মাসিক সাধারণ সভা ও সকাল সাড়ে ১০টায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু তোহা মোঃ শাকিল, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সী, ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন, পল্লীবিদ্যুৎ ডিজিএম মদন গোলাপ। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান সোলাইমান খান, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, পাটাভোগ ইউপি চেয়ারম্যান মুন খান, তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী ফারুক হোসেনসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।