নিজস্ব প্রতিবেদক
শ্রীনগর উপজেলা জিও এনজিওদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ, শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী মমতাজ বেগম, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশন ফেরদৌস, প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, যুব উন্নয়ন অফিসার আব্দুল বাকী, সমবায় অফিসার হাবিবা আক্তারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও এবং ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
শ্রীনগর উপজেলা জিও এনজিওদের সমন্বয় সভা
আগের পোস্ট