নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে ‘হযরত সাইয়্যেদাতুন নেছা ফাতেমাতুজ জাহরা (রাঃ) এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শ্রীনগর উপজেলা মডেল রিসোর্স সেন্টারে মুন্সীগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী। মুন্সীগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় হযরত ফাতেমা (রাঃ) এর জীবনের গুরুত্বপূর্ণ সব তথ্যের বিষয়ে আলোচনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মুফতি সরওয়ার হোসাইন ও শ্রীনগর উপজেলার দেউলভোগ দয়হাটা মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি আল-আমিন বিক্রমপুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মডেল রিসোর্স সেন্টারের কেয়ারটেকার মাওলানা মুফতি মো. শাহাদাৎ হোসাইন, শিক্ষক মাকসুদা পারভীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শ্রীনগরে হযরত ফাতেমা (রাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা
আগের পোস্ট