নিজস্ব প্রতিবেদক
শ্রীনগর উপজেলার পাটাভোগে সড়কের বনায়নের গাছ কর্তন করা হয়েছে। বেজগাঁও-বাড়ৈগাঁও সড়কের পাটাভোগ সেতুর পূর্বদিকে ভাই ভাই ব্রাদার্সের সামনে রাস্তার উত্তর পাশে বনায়নের ৪টি গাছ কর্তনের অভিযোগ উঠেছে আলহাজ সোহরাব হোসেন মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোহরাব মোল্লা পাটাভোগ এলাকার মো. ছগির মোল্লার পুত্র। কর্তনকৃত গাছের মধ্যে ২টি কড়ই ও ২টি আকাশমনি গাছ। গাছগুলোর আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে সোহরাব মোল্লা একটি জমি ভরাট করে। পরে ওই জায়গার জন্য পাকা সড়কের সঙ্গে সংযোগ রাস্তা নির্মাণ করেন। ব্যক্তিস্বার্থে গত রোববার তরিঘড়ি করে গাছগুলো কেটে নেন। খবর পেয়ে বন বিভাগের লোককে ঘটনাস্থল ঘুরে যেতে দেখেন তারা।
অপর একটি সূত্র জানায়, কর্তনকৃত গাছের অংশ ও ডালপালা নিয়ে সোহরাব মোল্লার লোকজন নিয়ে যায়। সড়কে গাছের গোড়াগুলো মাটি চাপা দিয়ে রাখা হয়েছে।
মনির হোসেন নামে এক উপকারভোগী বলেন, বিনা অনুমতিতে গাছ কাটা হলো উপকারভোগীরা কেউ জানেন না।
আলহাজ্ব সোহরাব মোল্লার কাছে এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে উপজেলা বন বিভাগ কর্মকর্তা মো. সেলিম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। অফিসের কাজে মুন্সীগঞ্জ আছি। আমার জানামতে ঘটনাস্থলে অফিস থেকে কেউ যায়নি।
শ্রীনগরে সড়কে বনায়নের গাছ কর্তন
আগের পোস্ট