নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে ছনবাড়ী টু মুন্সীগঞ্জ রোডের পাটাভোগ অংশের হরিবাড়ী সংলগ্ন বামপাশে একটি ও আটপাড়া ইউনিয়নের শিমুল তলায় দিনে-রাতে চলছে ড্রেজার বাণিজ্য। এমন গুরুত্বপূর্ণ সড়কে দিনে-রাতে ড্রাম ট্রাকে করে বালু এনে ভরাট বাণিজ্য চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাটাভোগের হরিবাড়ী নামক স্থানে একটি ড্রেজার স্থাপন করে এখানে ড্রাম ট্রাকে বালু এনে ভরাটের কাজ চলছে। আরও সামনে এগুলে
দেখা যায়, আটপাড়া ইউনিয়নের শিমুলতলা নামক স্থানে সড়কের পাশেই ড্রাম ট্রাক দিয়ে বালু এনে খালের পাশে ড্রেজার স্থাপন করে ভেতরে ভরাটের কাজ করছেন স্থানীয় জালাল, মির্জা, হযরত নামক তিন ব্যক্তি। গত কয়েক সপ্তাহব্যাপী তারা এ ড্রেজার বাণিজ্য করে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, বেশিরভাগ সময় রাতে ড্রাম ট্রাকে করে বালু আনে। সেসময় জ্যামের সৃষ্টি হয় রাস্তারও ক্ষতি হয়।
এ বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত বলেন, বিষয়টি আমার জানা নেই। লোকেশনটি একটু দেন, খোঁজ নিচ্ছি।
শ্রীনগরে সড়কের পাশেই অবৈধ ড্রেজার
আগের পোস্ট