নিজস্ব প্রতিবেদক
শ্রীনগর উপজেলা পরিষদ রোডের গোল্ডেন সিটিতে সড়কের জায়গা দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। ওই সড়কের সাবেক বেইলী সেতুর দক্ষিণ পাশে এ জায়গায় পাকা স্থাপনা করার অভিযোগ উঠে ডাঃ আবু আলমের বিরুদ্ধে। সরেজমিনে দেখা যায়, সড়কের ঢালাইয়ের পর প্রায় ২ ফুট পরিমাণ ভিতরে আরসিসি ঢালাই করে পিলার করা হচ্ছে। বহুতল ভবনের সামনে প্রায় ৫৬ ফুট রাস্তার খালি জায়গায় ব্যক্তিস্বার্থে স্থাপনাটি করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, ডাঃ আবু আলম তার বাড়ির সীমানা প্রাচীর করার লক্ষ্যে সড়কের জায়গায় দখলের পাঁয়তারা করছেন। এর আগেও তার ব্যক্তিস্বার্থে রাতের আঁধারে গুরুত্বপূর্ণ সড়কটি খোঁড়াখুঁড়ি করেন।
এ বিষয়ে ডাঃ আবু আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন পাকা স্থাপনা করছি না। শুধু রাস্তার কাঁচা অংশটুকু ঢালাই করার কথা ভাবছি। আরসিসি পিলার নির্মাণে দৃশ্যমান রডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তো নিচে থাকবে না ওপরে থাকবে।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা সার্ভেয়ার মো. মোসলেম উদ্দিন জানান, এখনই লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
শ্রীনগরে সড়কের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
আগের পোস্ট