নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শে¦ সড়কের উপর হেলে আছে একটি কড়ই গাছ। এতে সড়কের যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। সেখানে যেকোন মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা আছে। ছনবাড়ী থেকে মুন্সীগঞ্জ যেতে পথিমধ্যে আটপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এই কড়ই গাছটি জন্ম থেকে গাছটি হেলে আছে। সড়কের উপর হেলে পড়া অবস্থায় বড় আকৃতিতে রূপ নিয়েছে কড়ই গাছটি। এতে করে সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। বছরের পর বছর কেটে গেলেও সংশ্লিষ্ট কারও নজর সেদিকে নেই। গেল মঙ্গলবার সরেজমিনে ঘুরে এ চিত্র মিলেছে। প্রতিদিন ট্রাক বাস চলাচল বিঘ্ন ঘটছে। এর ফলে এই গাছটি কর্তন করার দাবী এলাকাবাসীর। এলাকাবাসী আরও বলেন, এই কড়ই গাছটির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলছে। এ ব্যাপারে শ্রীনগর উপজেলার ফরেষ্টার সেলিম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই গাছটি জেলা পরিষদের গাছ। জেলা পরিষদ ব্যবস্থা নিবে।
শ্রীনগরে সড়কের উপর হেলে আছে একটি কড়ই গাছ
আগের পোস্ট