নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে সুদখোরের মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেছে এক ভুক্তভোগী। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের দেউলভোগ বাজার এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাদ্দাম হোসেন বাদী হয়ে সুদখোর আলামিন ও সহযোগী বাবুলের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ বছর পূর্বে ভুক্তভোগী সাদ্দাম হোসেন তার দেউলভোগ বাজারে এমএস টেলিকম এন্ড ভিলেজ নামক দোকান পরিচালনা করার জন্য উপজেলার গাজাল হাটি গ্রামের নুরু মিয়ার ছেলে ও দেউলভোগ বাজারে আনন্দ কনফেকশনারীর মালিক আলামিনের কাছ থেকে আলামিনের সহযোগী দেউলভোগ গ্রামের বাবুলের মাধ্যমে প্রাইম ব্যাংকের চেক বন্ধক রেখে মাসিক ৪ হাজার সুদ দিবে বলে ৪০ হাজার টাকা নেয়। গত ২ বৎসরে সহযোগী বাবুলের মাধ্যমে ভুক্তভোগী সাদ্দাম সুদখোর আলামিনকে প্রায় ২ লক্ষ টাকা পরিশোধ করে গত জানুয়ারী মাসের প্রথম দিকে চেক ফেরত নিয়ে নেয়। ঘটনার দিন দেউলভোগ বাজারে ভুক্তভোগীকে একা পেয়ে সুদখোর আলামিনের নিদের্শে সহযোগী বাবুল সুদের আরো ৫ হাজার টাকা চায়। টাকা পরিশোধ করে চেক ফেরত নিয়েছি এখন আর আমার কাছে কোন টাকা পাবে না বললে বাবুল ভুক্তভোগীকে এলোপাথাড়ি চর থাপ্পর মেরে আহত করে এবং সুদের টাকা না দিলে এই এলাকায় আসতে দিবে না, আসলে মারধর করবে বলে হুমকি দেয়।
স্থানীয়রা জানায়, সুদখোর আলামিন সহযোগী বাবুলের মাধ্যমে শ্রীনগর উপজেলার আইপিএল জুয়াড়ীদের মাঝে চক্রবৃদ্ধি হারে টাকা লাগায়। কেউ সুদের টাকা দিতে না পারলে তাকে ধরে এনে মারধর করে মর্মেও অভিযোগ আছে। কয়েকদিন পূর্বে সুদের টাকার জন্য উপজেলার ধাইসার মোড়ে সেলুনের মালিক রাশেদের সাথে সুদের টাকা লেনদেন নিয়ে ঝগড়া করে আলামিন ও বাবুল। এ ব্যাপারে জানতে আলামিনকে একাধিকবার ফোন দিলেও তিনি তার মুঠোফোনটি রিসিভ করেননি। এ ব্যাপারে শ্রীনগর থানার এস. আই ইলিয়াস মিয়া জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিব।