নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাস্ক বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শ্রীনগর সিজুয়ে কিন্ডারগার্ডেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা শাখা সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি আঃ লতিফ মিয়ার সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মৃধা, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আঃ জলিল পাঠান, সাংগঠনিক সম্পাদক ও শ্রীনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. মাসুম খাঁন ডালু, গাজী কাউছার, জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান আবুল হাশেম, হুমায়ুন কবির, যোগাযোগ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক ফজলুল হক চৌধুরী, জাহাঙ্গীর মাষ্টার, সাংবাদিক আল-আমিন, সাংবাদিক ফরহাদ হোসেন জনি, তারিকুল ইসলাম, দিল মোহাম্মদ, জাকির মাষ্টার, রমজান মেম্বার, কামরুন্নাহার চৌধুরী মেম্বার, বিউটি খান মেম্বার, ভাগ্যকুল ইউনিয়ন সুজনের সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কোলাপাড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আজিম খান, রাকিবুল হাসান শাহাবুদ্দিন প্রমুখ।
শ্রীনগরে সুজন এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মাস্ক বিতরণ ও র্যালি
আগের পোস্ট