নিজস্ব প্রতিবেদক
সরিষা ফুলের গুঞ্জন তুলে এই ফুলের রাজ্যে উড়ে বেড়াচ্ছে মৌমাছির দল। বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে প্রত্যাশা-প্রাপ্তির মেলবন্ধনের হাসি। লাভজনক অবস্থানে যাওয়ার স্বপ্ন দেখছেন এই রবিশস্যের চাষিরা। চলতি মৌসুমে শ্রীনগর উপজেলার জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। গত বছর স্থানীয় বাজারে উন্নত জাতের সরিষার দাম ভালো পাওয়ায় এবারও সরিষা চাষে চাষিদের আগ্রহ বেশি। শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের কয়েকজন কৃষক জানান, আমন ধান কাটার পর জমি তৈরি করে সরিষা বীজ বোপণ করা হয়। দুইমাসের মধ্যে ফলন ঘরে তোলা যায়। এক বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয় ১ হাজার থেকে ১২ শত টাকা। প্রতি বিঘায় ৩ থেকে ৪ মণ সরিষা পাওয়া যায়। যা বর্তমানে প্রতি মণ সরিষার বাজার দর ৭ থেকে ৮ হাজার টাকা। মদনখালী গ্রামের কৃষক মাসুদ বলেন, আমন ধান কাটার পর পড়ে থাকা জমিতে প্রতি বছরই সরিষা চাষ করি। এবার গাছ অনেক ভালো হয়েছে। ফলনও ভালো হবে বলে আশার কথা জানান তিনি। বাড়ৈখালী ইউনিয়নের কৃষক আমিন আলী বলেন, সরিষা কাটাই-মাড়াই করে সেটা বিক্রি করে দেই; সেই টাকা দিয়ে আবার বোরো ধানের আবাদ করি। বলতে গেলে এটা আমাদের একটা অতিরিক্ত ফলন।
শ্রীনগরে সরিষা চাষিদের মুখে হাসি
আগের পোস্ট