নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের পক্ষ থেকে সরকারী শিশু পরিবার (বালক) ছাত্রদের ও কম আয়ের মানুষের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের সভাপতি জসিম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মৃধা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী শিশু পরিবার, ভাগ্যকুল এর উপ-তত্ত্বাবধায়ক নুর ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার অনিক রায়, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ফজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম সম্পাদক এডভোকেট সোহেল আহমেদ, মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক মোঃ তারিকুল ইসলাম, শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক রানা শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।