নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় হাজী নজরুল ইসলাম কিন্ডারগার্টেনের পাশে সরকারি ১নং খাস খতিয়ানের জায়গা দখলের পাঁয়তারা হচ্ছে। শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কটির উত্তর পাশে নয়নজলীর সরকারি জায়গাটি ভরাটের জন্য সড়কের ওপর টিনের বেড়া দেওয়া হয়েছে। পাটাভোগ এলাকার মরহুম নুর ইসলাম শেখের পুত্র শেখ রিংকুর নেতৃত্বে ও তার শ্যালক আমিনুল ইসলাম এই জায়গা ভরাটের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, কিছুদিন আগে ওই জায়গায় আমিনুল ইসলামের মালিকানাধীন একটি হাসপাতাল প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড সাঁটানো হয়। কিছুদিন পর ঐ সাইনবোর্ড সরিয়ে আমিনুল ইসলামের ভগ্নিপতি শেখ রিংকুর মালিকানা সম্পত্তি লেখা একটি ব্যানার লাগানো হয়। এরই মধ্যে জায়গাটি ভরাটের জন্য সড়কের ওপর টিনের বেড়া ও নিচের দিকে বাঁশের বেড়া নির্মাণ করা হয়েছে।
সরেজমিনে গিয়েও সড়কের শোল্ডারের ওপর দীর্ঘ টিনের বেড়া দেয়ার সচিত্র চোখে পড়েছে। সিমেন্টের খুঁটি দিয়ে জমির সীমানা নির্ধারণ করা হয়েছে। ধারনা করা হচ্ছে, সুযোগ বুঝে জায়গাটি ভরাট কাজ শুরু করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রীনগর উপজেলার পাটাভোগ মৌজায় জেএল নং-৩৩, খতিয়ান (আরএস) নং-১, আরএস দাগ নং-১১৬ নয়নজলীর পরিমাণ প্রায় আড়াই একর। সেই হিসেবে শেখ রিংকুর দাবীকৃত মালিকানা জায়গার মধ্যেও সরকারি সম্পত্তি রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সড়কের পাশে খাস খতিয়ানের সম্পত্তির মালিক সরকার পক্ষে জেলা প্রশাসক। পরিমাপ করা হলে জায়গার সঠিক তথ্য পাওয়া যাবে।
এ ব্যাপারে আমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গা ভরাটের বিষয়ে তিনি অবগত নন। ভগ্নিপতি শেখ রিংকুর বরাত দিয়ে তিনি বলেন, এ বিষয়ে সে বলতে পারবে। শেখ রিংকুর ফোন নম্বর চাইলে একটু পরে দিবেন বলে ফোন রেখে দেন।
শ্রীনগর সদর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।