নিজস্ব প্রতিবেদক
শীতের আগমন হলেই ব্যস্ত হয়ে পড়েন লেপ-তোষক কারিগররা। বছরের অন্যান্য সময় তারা বালিশ বানানোর কাজে ব্যস্ত থাকেন। শীত এলেই লেপ-তোষকের কাপড়, তুলা ও সেলাই মেশিনসহ সরঞ্জামাদি সাজিয়ে বসেন লেপ-তোষক তৈরি করতে। এবার শ্রীনগর উপজেলায় শীত আসার সাথে সাথে পুরোদমে বিভিন্ন লেপ-তোষকের দোকানে ধুম পড়েছে লেপ-তোষক তৈরিতে।
শ্রীনগর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, লেপ-তোষকের সব দোকানে ছিল কারিগরদের লেপ বানানোর ব্যস্ততা। দোকানিরা অর্ডার নিচ্ছেন, ক্রেতাদের বিভিন্ন রং-মানের কাপড় ও তুলা দেখাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
শ্রীনগর বাজারের মহাজন সোহরাব জানান, প্রায় ৩৫ বছর যাবত লেপ-তোষক তৈরির কাজ করছি। আমরা হাত দিয়েই এসব তৈরি করছি। গত কয়েকদিন ধরে লেপ-তোষকের অগ্রিম অর্ডার পাচ্ছি। তাই সার্বক্ষণিক কাজেই ব্যস্ত থাকতে হচ্ছে।
লেপ কিনতে আসা মাসুদ বলেন, আগে আমরা অনেক কমদামে লেপ কিনতাম। কিন্তু এবার সবকিছুর দাম অনেক বেশি। আগে এক হাজার টাকায় বড় মাপের একটি লেপ তৈরি করেছিলাম।
বর্তমানে উপজেলার কারিগরা লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারও ধুম পড়েছে লেপ-তোষক তৈরিতে। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এ পেশার কারিগররা ব্যস্ত থাকলেও অবশিষ্ট সময়ে কারিগররা অন্য পেশায় নিয়োজিত থাকেন।
শ্রীনগরে শীতের আগমনী বার্তায় বাড়ছে লেপ-তোষক বিক্রি
আগের পোস্ট