নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ৩টি কেন্দ্রে মোট ৭টি ভেন্যুতে এসএসসি পরীক্ষা শুরু হয়। এ বছর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ২ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯৯৮ জন ছাত্র ও ১ হাজার ৪৮৭ জন ছাত্রী। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য পাওয়া যায়। এছাড়া ১৭০ জন দাখিল ও ৭৪ জন ভোকেশনাল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট সচিব এ তথ্য নিশ্চিত করেন।