নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ সিরাজুম মুনীর-শহীদ নিজাম উদ্দিন আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বালাশুর বিক্রমপুর জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত পাঠাগারটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট কথা সাহিত্যিক ও কবি আনিসুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ শাহজাহান মিয়া, অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, অধ্যাপিকা ঝর্ণা রহমান, নাসির জুয়েল প্রমুখ। পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন শ্রীনগর শাখার সভাপতি ডাঃ আব্দুল মালেক ভূঁইয়া ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক মুজিব রহমান।
শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন
আগের পোস্ট