নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে লায়ন হার্ট ফিটনেস ব্যায়াগারের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বালাশুর চৌরাস্তাস্থ বিক্রমপুর শপিং কমপ্লেক্সের ২য় তলায় এই ব্যায়ামাগারের শুভ উদ্বোধন করা হয়। লায়ন হার্ট ফিটনেস ব্যায়ামাগারের পরিচালক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-১০ সিপিসি স্কোয়াড্রন লিডার, কোম্পানী কমান্ডার শাহরিয়ার ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জের জিম মাস্টার ও সিনিয়র ট্রেইনার জাহিদ হাসান শুভ, বিক্রমপুর শপিং কমপ্লেক্স মালিক ও বিশিষ্ট সমাজসেবক রিপন বেপারী। এছাড়া আরও উপস্থিত ছিলেন মনির হোসেন, তাসিম, নয়ন, সজিব, হিমেল, সৈকত প্রমুখ।
শ্রীনগরে লায়ন হার্ট ফিটনেস ব্যায়ামাগারের শুভ উদ্বোধন
আগের পোস্ট