নিজস্ব প্রতিবেদক
শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নে ফ্রী স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ হলরুমে পিকেএসএফ এর অর্থায়নে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সমৃদ্ধি কর্মসূচীর মাধ্যমে প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালের কারিগরী সহযোগিতায় ফ্রী স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রী চক্ষু ক্যাম্পে ২৭০ জন উপকারভোগীকে এবং ফ্রী স্বাস্থ্য ক্যাম্পে ৫৮ জন উপকারভোগীকে সেবা প্রদান করা হয় এবং ফ্রী ছানি অপারেশনের জন্য ১৫ জন উপকারভোগীকে নির্বাচন করা হয় যাদের আগামী ২৩শে মার্চ প্রাইম ব্যাংক চক্ষু হাসপাতালের মাধ্যমে ফ্রী ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। ফ্রী স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান বারেক খান বারী, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (প্রধান কার্যালয়) ম্যানেজার মানিক চন্দ্র রায়, মুন্সীগঞ্জ জোনের জোনাল ম্যানেজার শহিদুল ইসলাম খান, শ্রীনগরের রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর এরিয়া ম্যানেজার মোঃ হাবিবুর রহমান। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন (ক্ষুদ্র ঋণ) ম্যানেজার একেএম বখতিয়ার। সার্বিক সহযোগিতায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচীর রাঢ়ীখাল ও বালিগাঁও ইউনিয়নের স্বাস্থ্য কর্মকর্তা এবং সমৃদ্ধি কর্মসূচীর কর্মকর্তা ছাড়াও সকল স্বাস্থ্য পরিদর্শকগণ ও শিক্ষকগণ।