নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদের এক ইমামের বিরুদ্ধে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রাষ্ট্রদ্রোহী স্ট্যাটাস দেয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় মুসলমানদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলার কুকুটিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল বাতেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আব্দুল বাতেন নামক আইডিতে “রাষ্ট্রীয়ভাবে মদকে লাইসেন্স দিলেও যেমন মদ হালাল হয় না। ঠিক তেমনি রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করলেও তা সুন্নত হতে পারে না” লিখে পোস্ট করার অভিযোগ উঠে। এ ব্যাপারে কুকুটিয়া গ্রামের বাসিন্দা শাহজাহান চিশতী বাদী হয়ে ঐ ইমামসহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মাওলানা আব্দুল বাতেন (৪০) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরুন্ডি গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে। সে গত ১০ বছর যাবৎ কুকুটিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও কুকুটিয়া তাইব্যা বালিকা মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কুকুটিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাতেন বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বলে ও ইসলামের বিভিন্ন সমালোচনা করে তার ফেইসবুক আইডিতে পোস্ট করে সামাজের মুসলমানদের মধ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। গত ২৮ সেপ্টেম্বর তার ফেইসবুক আইডিতে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে অবমাননা করে রাষ্ট্রদ্রোহী পোস্ট দেন। ইমামের ফেইসবুকে এই পোস্ট দেয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে কয়েক দফায় সালিশ দরবার করা হয়েছে। এছাড়াও তিনি মসজিদ কমিটির সহায়তায় এ ধরনের কাজকর্ম করে গোপনে লোকজন নিয়ে বৈঠক করে থাকেন বলেও অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে কুকুটিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা মসজিদ কমিটি বসে ইমাম সাহেবকে বলে দিয়েছি যে, ইমাম সাহেব আর ফেইসবুক ব্যবহার করতে পারবেন না।
কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু বলেন, আমরা আগামী এক সপ্তাহের মধ্যে বসে এটার মীমাংসা করবো।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এই ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, আমরা এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
শ্রীনগরে রাসুল (সাঃ)কে অবমাননা করে মসজিদের ইমামের ফেইসবুকে রাষ্ট্রদ্রোহী স্ট্যাটাস
আগের পোস্ট