নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ জন্মবার্ষিকী উদযাপন করা হয়। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ। এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রওশান ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকি, সহকারী শিক্ষা অফিসার মঞ্জু দেওয়ান। অনুষ্ঠান শেষে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ ২২ জন বিজয়ী শিশুর হাতে পুরস্কার তুলে দেন।