নিজস্ব প্রতিবেদক
শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সর্বসম্মতিক্রমে আমিনুল ইসলাম মাছুমকে সভাপতি ও শিহাব খাঁনকে সাধারন সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। এসময় বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মেহ্জাবিন আলী ও সদস্য সচিব রায়হান মাহমুদ মিথুন। আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা হুমায়ুন আহমেদ বাবু, শ্রীনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রাশেদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আনিছুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম, বীর মুক্তিযোদ্ধা তোপাজ্জল হোসেন প্রমুখ।