নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে মুক্তিযোদ্ধার স্ত্রীকে দুইবার হত্যাচেষ্টা ও হত্যার হুমকি দেয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী ফরিদা ইয়াসমিন। ডায়েরি সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের স্ত্রী ফরিদা ইয়াসমিন সম্পত্তি নিয়ে বিরোধের কারণে তার ছেলে ও মেয়ের বিরুদ্ধে ১ বছর পূর্বে আদালতে একটি মামলা দায়ের করেন। এই মামলা তুলে নেয়ার জন্য তার ছেলে ওমর ফারুক শুভ (৩৫) ও মেয়ে হামিদা ইয়াসমিন লিপি (৪০) তাকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। মামলা তুলে না নেয়ায় গত ৩ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকবাজার স্টিলের দোকানের সামনে তাকে আটকায়। এসময় শুভ ও লিপি তাকে মামলা তুলে নেয়ার কথা বলে। সে মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তাকে তার ছেলে ও মেয়ে হত্যা করবে বলে হুমকি প্রদান করেন। এ বিষয়ে গত ৫ জুলাই শ্রীনগর থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করা হয়েছে যার নম্বর-১৭২। ভুক্তভোগী ফরিদা ইয়াসমিন জানায়, আমার স্বামীর মৃত্যুর পরে আমার সকল সম্পত্তি ওদের নামে লিখে দিতে বলে। লিখে দিতে না চাওয়ায় আমার ছেলেমেয়েরা আমাকে দুইবার হত্যার চেষ্টা করে। একবার আমার নিজ বাড়িতে তারা হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়। পরে আমি জীবন বাঁচাতে আমার ভাইয়ের বাড়িতে চলে এলে ওরা আমার ভাইয়ের বাড়িতে আমাকে হত্যা করতে আসে। আমাকে হত্যার চেষ্টায় আমার ভাই বাঁধা প্রদান করলে আমার মেয়ে তার হাতে থাকা চাকু দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আমরা ভাই শ্রীনগর থানায় একটি মামলা করে। তাছাড়া গত ৩ জুলাই শনিবার আমি আমার ব্যক্তিগত কাজে চকবাজারে গেলে সেখানে আমার মেয়ে ও ছেলে ওদের বিরুদ্ধে করা মামলাগুলো তুলে নিতে বলে। আমি তাতে রাজি না হলে ওরা আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঁঞা বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
শ্রীনগরে মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যাচেষ্টা ও হত্যার হুমকি ; থানায় ডায়েরি
আগের পোস্ট