নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরের ব্রজেরপাড়া গ্রামে বসতবাড়ি দখল চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহাম্মেদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মৃত শ্যামল মন্ডলের ছেলে সয়ন মন্ডল।
বক্তব্যে সয়ন মন্ডল বলেন, “দীর্ঘদিন যাবৎ আমার পৈতৃক সম্পত্তি, যার শ্রীনগর মৌজার, আরএস খতিয়ান-১৯২, ৩৪৯নং, আর.এস দাগ ৩৯৩, দাবীকৃত মোট ১৪ শতাংশ আমি দলিল দাতা দখল সত্ত্বেও মালিক ও ভোগদখল করে সরকারি খাজনা পরিশোধ করে বসবাস করছি। উপজেলার ব্রজেরপাড়া গ্রামের মৃত পাঁচকুড়ি মন্ডলের দুই ছেলে শশী মন্ডল ও কমল মন্ডলসহ অজ্ঞাতনামা ৭/৮ জন আমার পিতা শ্যামল মন্ডলের মৃত্যুর পর থেকেই তারা আমাকে পৈতৃক স¤পদ থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা শুরু করে।”
তিনি আরো বলেন, “বিভিন্ন সময় তারা আমার পরিবারের লোকজনদের নামে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়া হয়রানি করে আসছে। তারা বিভিন্ন সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হুমকি ধমকি প্রদান করে আসছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে বর্তমানে আমিসহ আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় আছি। তারা আমার ভাগের স¤পত্তি জোরপূর্বক সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে দখল করে রেখেছে।”
তিনি এসময় অতি দ্রুত শশী মন্ডল ও কমল মন্ডলের বেআইনী দখলকৃত পৈতৃক স¤পত্তি উদ্ধারসহ তার ছোট ভাই নয়ন মন্ডল (৩৫) এর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সংবাদ সম্মেলনে সয়ন মন্ডলের পরিবারের সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।