নিজস্ব প্রতিবেদক
মা ইলিশ রক্ষা পেলে বারো মাস ইলিশ মিলে। ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার বসাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহির উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ মাইনুল ইসলাম ডিএডি র্যাব-১০ শ্রীনগর ক্যাম্প, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিল, ভাগ্যকুল ইউপির সকল সদস্য, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তারিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য সম্প্রসারণ কর্মী ও সুধীবৃন্দ।