নিজস্ব প্রতিবেদক
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আবু তোহা আদনান মোহাম্মদ সাকিল, কৃষি অফিসার শান্তনা রানী, প্রকল্প বাস্তব কর্মকর্তা মোঃ আশেকুর রহমান, সমাজসেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওসান ফেরদৌস। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, পল্লী বিদ্যুৎ সমিতির মদন গোপাল সাহা, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক প্রমুখ।
শ্রীনগরে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
আগের পোস্ট