নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার মদন গোপাল সাহা, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ মাহফুজ রিবেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু, পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মোশারফ হোসেন, বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহীদুল্লাহ কামাল ঝিলু প্রমুখ।