নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ মূলোৎপাটনের লক্ষ্যে জনসচেতনতামূলক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার এলাকার সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ জনসচেতনতামূলক গণজমায়েত অনুষ্ঠিত হয়।
জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউনুস আলী কাসেমীর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন মুন্সি, রাঢ়ীখাল ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম শিকদার, হযরত মাওলানা রিয়াজুল ইসলাম, বালাশুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আখতারুজ্জামান, ছাত্র ইউসুফ হাসান, ছাত্র তৌহিদুল ইসলাম নয়ন প্রমুখ।